গাজীপুর: রাজেন্দ্রপুর সেনানিবাসে সেনাবাহিনীর অর্ডিন্যান্স কোরের দুই দিনব্যাপী বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০১২ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল মবিন এনডিসি, পিএসপি।
সামরিক গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, সকাল ১০টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে ২ দিনব্যাপী ওই সম্মেলন উদ্বোধন করেন সেনাপ্রধান।
রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স স্কুল অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল বাকের সারোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম, মাস্টার জেনারেল (অর্ডিন্যান্স) মেজর জেনারেল আব্দুল মতিন এএফডব্লিউসি, পিএসসি, পরিচালক (অর্ডিন্যান্স) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সালাম, ময়মনসিংহের (আর ডগ) জিওসি মেজর জেনারেল একেএম মোজাহিদ উদ্দিন, ইউনিট কমান্ডার (সিএডি) কর্নেল নাজমূল হাসান, ইউনিট কমান্ডার (সেন্ট্রাল ওয়ার্কসপ-৯০২) কর্নেল মাসুদ রেজোয়ান প্রমুখ।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অর্ডিন্যান্স কোরের অধিনায়করা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটে সেনাপ্রধান হেলিকপ্টারে করে রাজেন্দ্রপুর সেনানিবাসে আসেন। দুপুর ২টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে তিনি রাজেন্দ্রপুর ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১২
এ কে এম রিপন আনসারী/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর