দিনভর নানা আয়োজনে রবীন্দ্র জন্ম-জয়ন্তী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ০৪:২৫, মে ৮, ২০১২

আজ সেই পচিশে বৈশাখ, বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরুর ১৫১ তম জন্মদিন রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো উৎসব আমেজে পালন করছে। দেশ জুড়ে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সাহিত্য-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি পালন করছে বর্ণাঢ্য নানা আয়োজনে ।

জাতীয় শিল্পকলা একাডেমী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৮ মে মঙ্গলবার বিকেলে আয়োজন করছে ‘রবীন্দ্রনাথের সার্ধশত একতম জন্মবার্ষিকী : ২৫শে বৈশাখ ১৪১৯’ শীর্ষক অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে একক বক্তৃতা, সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, সমবেত নৃত্য ও নৃত্যনাট্য। একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়ে মূল প্রবন্ধ পাঠ করবেন এ এম হারুন অর রশীদ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে একক বক্তৃতায় অংশ নেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।


এই অনুষ্ঠানেই প্রদান করা হবে রবীন্দ্রচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমী প্রবর্তিত রবীন্দ্র-পুরস্কার। এবার এ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ফাহমিদা খাতুন ও শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানট এবার রবীন্দ্রজয়ন্তীতে আয়োজন করেছে  রবীন্দ্রসংগীত উৎসব আলাদাভাবে আয়োজন করি। কবিগুরুর জন্মদিনে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বিকেলে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এ উৎসবের শুরুতেই ‘রবীন্দ্রনাথের গানে প্রকৃতি-প্রেমের সুর ও বানী নিয়ে প্রবন্ধ পাঠ করবেন বিনায়ক সেন। অনুষ্ঠানে থাকছে আবৃত্তি, একক ও সম্মেলক গান এবং নৃত্য পরিবেশন।

চ্যানেল আইয়ে তেজগাও ভবনে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে রবীন্দ্রমেলার। ২০০৬ সাল থেকে আয়োজিত হয়ে আসছে এ মেলাটি। এবার এই আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদকে। ৮ মে মঙ্গলবার সকাল ১১টা থেকে চ্যানেল আই প্রাঙ্গনে শুরু হবে এ মেলা। চলবে বেলা ২টা পর্যন্ত। দেশীয় ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলের পাশাপাশি মেলায় প্রদর্শণ করা হবে রবীন্দ্র গ্রন্থ ও রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা ও রবীন্দ্র সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, রবীন্দ্র পোশাক, রবীন্দ্রনাথ সংক্রান্ত ভিডিও সিডি, রবীন্দ্র সঙ্গীতের গানের স্টল, রবীন্দ্র চলচ্চিত্র প্রদর্শনী, ঠাকুর বাড়ির রূপসজ্জা সহ রবি ঠাকুরের সঙ্গে জড়িত আরও অনেক কিছু।।

নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য খোলা মঞ্চ থেকে উপভোগ করবেন মেলার দর্শনার্থীরা। মেলায় সঙ্গীত পরিবেশন করবেন আজীবন সম্মাননা পাওয়া সাদী মহম্মদ, লিলি ইসলাম, অদিতি মহসিন, সাজেদ আকবর, সালমা আকবর, সৈয়দ আবদুল হাদী, বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, অনিমা রায়, শামা রহমান, রোকাইয়া হাসিনা, নীলোৎপল সাধ্য, স্বপন দত্ত, তপন মাহমুদ, মহাদেব ঘোষ, চ্যানেল আই সেরাকন্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশন করবে বৈতালিক, রবীরশ্মী, সুর বিহার, ধ্রুবতান, নৃত্যম, নটরাজ ও ভোরের পাখি নৃত্যকলাকেন্দ্রের নৃত্যশিল্পীরা। এছাড়াও থাকছে সেরা নাচিয়ে তে অংশগ্রহনকারী নৃত্যশিল্পীদের নাচ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্র্যাকের কার্যক্রম ‘গণকেন্দ্র’ গ্রহণ করেছে বিশেষ কর্মসূচি । ব্র্যাক ‘ণ’ প্রকাশনার ১৫১টি রবীন্দ্রবিষয়ক বই বিভিন্ন গণকেন্দ্রে প্রদান করেছে। কবিগুরুও জন্মদিন ২৫ বৈশাখ গণকেন্দ্রগুলোর বারান্দায় রবীন্দ্রনাথের ছবিসংবলিত ফেস্টুন প্রদর্শন, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




বাংলাদেশ সময় ০২৪৫, মে ২০১২

সম্পদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান