তিন বর্তমান ও সাবেক মেয়র আলোকিত করলেন চট্টগ্রামের সুধীজন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২৩:৪৮, মার্চ ১৫, ২০২৩
...

...

চট্টগ্রাম: চট্টগ্রামের তিন বর্তমান ও সাবেক মেয়র এসে আলোকিত করলেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের সুধীজন সম্মেলন। দিনভর এলেন সর্বস্তরের মানুষ। শুভেচ্ছায় উচ্ছ্বসিত হলেন বাংলাদেশ প্রতিদিনের সদস্য ও শুভার্থীরা।

১৪ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসে দেশিয় হরেক পিঠা-পুলি, মিষ্টান্নের আপ্যায়নে ও চায়ের পেয়ালায় উঠলো দারুণ আড্ডার ধুমও। একে একে এলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। সুধীজনের এই সম্মেলনে আগতদের বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং সম্পাদক, খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্ব নঈম নিজামের পক্ষে শুভেচ্ছা জানান চট্টগ্রামের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী।

তিন বর্তমান ও সাবেক মেয়রসহ অন্য আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা জানান বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক গবেষক মুহাম্মদ শামসুল হক, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ম.সামশুল ইসলাম, বিএনপি চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন , সদস্য সচিব আবুল হাশেম বক্কর, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, মহানগর আওয়ামী লীগ নেতা চৌধুরী হাসান মাহমুদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চিটাগাং চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, পিডিবি’র চিফ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আলোকচিত্র সাংবাদিক দেব প্রসাদ দাশ দেবু, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা-সংগঠক দেওয়ান মাকসুদ আহমদ, কবি সাহাব উদ্দিন নিপু, ছড়াকার সাংবাদিক মাহবুবুর রহমান, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো চিফ মুস্তফা নঈম, ডেইলি সান ব্যুরো চিফ নুর উদ্দিন আলমগীর, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, বণিক বার্তা’র ব্যুরো চিফ রাশেদুল হক চৌধুরী, কালবেলা’র ব্যুরো চিফ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, বীর চট্টগ্রাম মঞ্চের সহযোগী সম্পাদক সৈয়দ কামরুল হাবিব, প্রতিদিনের বাংলাদেশ ব্যুরো চিফ এস এম রানা, নিউজ টোয়েন্টি ফোর এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়, আহাদুল ইসলাম বাবু, মোহাম্মদ জাবেদ, ছড়াকার বিপুল বড়ুয়া, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আসিফ সিদ্দিকী,  রাশেদুল তুষার, সাংবাদিক মিজানুর রহমান ইউসুফ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শৈবাল আচার্য, দৈনিক পূর্বকোণের রাজীব রাহুল, ছড়াকার সংসদের সদস্য সচিব আ ফ ম মোদাচ্ছের আলী, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরীর লিটন ও আব্দুল মান্নান, কবি শামীম ফাতেমা মুন্নী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সাংবাদিক নেতা সবুর শুভ, যুবনেতা মাহবুবুল হক সুমন, দেবাশীষ পাল দেবু, শহীদুল কাওসার, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, লেখক নেছার আহমেদ খান, আইটি বিশেষজ্ঞ সারোয়ার আলম মিঠু, সংগঠক মাহমুদুর রহমান শাওন, আসিফ ইকবাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সায়েম, সংগঠক জাহেদ তানসীর, মহানগর ছাত্রলীগ নেতা মনির উদ্দিন চৌধুরী প্রমুখ।

সরকারি অন্য অনুষ্ঠানে উপস্থিতির কারণে চট্টগ্রাম পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও চিটাগাং চেম্বার সভাপতি উপস্থিত হতে না পারলেও বিশেষ বার্তায় তারা শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনকে।

ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন কালের কণ্ঠ, ডেইলি স্টার, বাংলা নিউজ টোয়েন্টিফোর, দৈনিক কালবেলা, দৈনিক সমকাল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। সীতাকুণ্ড থেকে ছুটে আসেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু।‌
 
সুধীজনের এই মিলনমেলায় সমবেত তিন বর্তমান ও সাবেক মেয়র বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা এবং আরও জনমুখী সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র এম রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের এগিয়ে যাওয়ার প্রশংসা করে বলেন, চট্টগ্রামের মানুষের অধিকার সুরক্ষায় এই পত্রিকাটি আরও সাহসের সঙ্গে কাজ করবে।

সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে চট্টগ্রামের আরও অধিকতর গুরুত্ব প্রত্যাশা করেন এবং কোথায় সংকট আছে খতিয়ে বের করার প্রস্তাব দেন।  

সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের উন্নয়নের বিষয়টি অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নীতিগত অবস্থানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ছড়াকার সংসদ সদস্য সচিব আ ফ ম মোদাচ্ছের আলী নিজের লেখা কয়েকটি বই তুলে দেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরীর হাতে।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমএমজেড


সম্পাদক : তৌহিদুল ইসলাম মিন্টু

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান