ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আড়াইহাজারে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আড়াইহাজারে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে উপজেলার গোপালদী পৌরসভার মৌলভীবাজার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম প্রকৌশলী নাছিমুল ইসলাম জানান, অভিযানের সময় মৌলভী বাজারের ২টি বড় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ১ হাজার পরিবারের আবাসিক গ্যাস সংযোগ ছিল।

তিনি আরও জানান, এই ২টি লাইন থেকে মৌলভীবাজার, নগর ডৌকাদি, বিবিরকান্দিসহ আশপাশের ৫/৬টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করতেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সময় তিতাস গ্যাসের ম্যানাজার মো. মাসকুদুর রহমান, মো, এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ