ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নে সাদুল্লাপুরে আলোর ফেরিওয়ালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৯
ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নে সাদুল্লাপুরে আলোর ফেরিওয়ালা

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে রিকশায় ‘আলোর ফেরিওয়ালা’ বিল বোর্ড ঝুলিয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে। মাত্র পাঁচ মিনিটেই মিলছে বিদ্যুৎ।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার নয়নপুর গ্রামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব।

দিনভর উপজেলার নয়নপুর গ্রামে ৭৬টি ও বড় গোপালপুর গ্রামে ২৫টি বাড়িতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নুরুর রহমান বাংলানিউজকে বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রীর এ শ্লোগানকে বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত সাদুল্লাপুর উপজেলায় প্রায় শতকরা ৮০ থেকে ৮৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্পন্ন করা হয়েছে।  

আগামী জুন মাসের মধ্যে এ উপজেলার প্রতিটি বাড়াতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্পন্ন করা হবে। ততদিন পর্যন্ত এ ‘আলোর ফেরিওয়ালা’ প্রকল্পটি চালু রাখা হবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, কারিগরি) বাচ্চু মিয়, এজিএম (হিসাব) শামছুল হক, রিটেইনার প্রকৌশলী রনজিৎ কুমার সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্ট, মে ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad