bangla news

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪০০ মেগাওয়াট নির্মাণ কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১৮ ২:৫৯:৩১ পিএম
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র। ছবি: বাংলানিউজ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নতুন গ্যাস ভিত্তিক ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল (পূর্ব) পাওয়ার প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎকেন্দ্রটির ভেতরে পাইলিং কাজের উদ্বোধন করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস।

চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ শেষে এখান থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের জুলাই মাসে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রেটি ১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) ও চায়না ন্যাশনাল করপোরেশন ফর ওভারসিস কো-অপারেশন কনসোরটিয়াম (সিসিওইসি)। 

র্দীঘ ছয়মাসে মাটির কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে বিদ্যুৎকেন্দ্রেটির মূল কাজ পাইলিং। নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।    

এসময় বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারি প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার রেজাউল হোসেন ভূঁইয়াসহ বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র। যা পাওয়ার হাব হিসেবে পরিচিত। নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত হবে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ। 

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ব্রাহ্মণবাড়িয়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2019-03-18 14:59:31