bangla news

রাজশাহীতে বিদ্যুৎ-জ্বালানি সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-০৬ ৩:২৮:৪৩ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে নর্দান ইলেকস্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করেন। এসময় নেসকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে নেসকোর আয়োজনে একটি শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যুৎ ভবন থেকে বের হয়ে সাহেববাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, নেসকো লি. নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) সৈয়দ গোলাম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-09-06 15:28:43