[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

পাঁচবিবিতে নতুন বিদ্যুৎ পেল ২৬১ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৮ ৮:০১:৪২ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল ২১৬টি পরিবার।

বুধবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাকুরিয়া গুচ্ছ গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জয়পুরহাট পল্লী সমিতির এলাকা পরিচালক খলিলুর রহমান, আটাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, আওয়ামী লীগ নেতা এনামুল হক প্রমুখ।

ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, সরকারের অর্থায়নে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে উপজেলার পাকুরিয়া গুচ্ছ গ্রামের ২১৬টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরবি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db