ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

দুই বছরের মধ্যে নতুন ৩ গ্রিড সাবস্টেশন নির্মাণ  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
দুই বছরের মধ্যে নতুন ৩ গ্রিড সাবস্টেশন নির্মাণ  

ঢাকা: আগামী দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তিনটি নতুন গ্রিড সাবস্টেশন নির্মাণসহ পাঁচটি সাবস্টেশনকে সম্প্রসারণ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

রোববার (২৪ ডিসেম্বর) পিজিসিবি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষে জেলা ও উপজেলাগুলোতে বিদ্যুতের বাল্ক সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

একইসঙ্গে স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

নতুন সাবস্টেশনগুলো হচ্ছে- রাজশাহী ২৩০/১৩২ কেভি সাবস্টেশন, পাবনার ভাঙ্গুরা ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ও রংপুরের মিঠাপুকুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন।  

এছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, মাদারীপুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, মোংলা ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ও বাগেরহাট ১৩২/৩৩ কেভি সাবস্টেশনে সম্প্রসারণের কাজ করা হবে।

স্বাক্ষরিত চুক্তিপত্রে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করতে হবে। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ১৫৯ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad