bangla news

বিদ্যুতের আলোয় আলোকিত পাঁচ গ্রামের ৭৮৪টি পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-২৭ ৮:১৮:০২ এএম
 ৭৮৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন- বাংলানিউজ

৭৮৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন- বাংলানিউজ

কুড়িগ্রাম: ব্রহ্মপুত্র নদের কারণে বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার পাঁচটি গ্রামের ৭৮৪টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। 

রোববার (২৭ আগস্ট) বিকেলে রৌমারী উপজেলার বন্দবেড়, চরবন্দবেড় ও রাজিবপুর উপজেলার ভুয়াপাড়া, টাঙ্গালিয়াপাড়া, মন্ডরপাড়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন ও রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কে এম ফজলুল হক মন্ডল, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বকশিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান, বকশিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মেসবাহউল হক তুহিন, রৌমারী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক গোলাম শহিদ প্রমুখ। 

রৌমারী উপজেলায় ৫১০টি এবং রাজিবপুর উপজেলায় ২৭৪টিসহ দুই উপজেলার পাঁচ গ্রামে মোট ৭৮৪টি সংযোগ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2017-08-27 08:18:02