ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ 

"বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন" এ স্লোগন নিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। 

সিরাজগঞ্জ: "বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন" এ স্লোগন নিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ।  

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। এরপর বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

এ সময় পিডিবির সহকারী প্রকৌশলী তারেক উর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল কাদের চান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।  

সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ বি এম হামিদুর রহমান বাংলানিউজকে জানান, জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে তিনদিন অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান, বকেয়া বিল আদায় ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।