ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

পাওয়ার সেলের সঙ্গে মাইডাসের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
পাওয়ার সেলের সঙ্গে মাইডাসের চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের সঙ্গে একটি চুক্তি করেছে বেসরকারি সংস্থা মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)।

বুধবার (৭ সেপ্টেম্বর) পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন ও মাইডাসের ব্যবস্থ‍াপনা পরিচালক (এমডি) ড. এ এস এম মশি-উর-রহমান নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় জ্বালানি প্রাপ্তিতে বৈশ্বিক বহুস্তর বিশিষ্ট পরিমাপকের ওপর প্রাথমিক জরিপ চালানো হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথমবারের মতো এই জরিপ চালানো হচ্ছে বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।