bangla news

খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-০৭ ১২:৫৫:৩২ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে সমাবেশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

খুলনা: খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে সমাবেশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

শনিবার (০৭ মে) সকাল ১০টায় নগরীর আড়ংঘাটা গ্যাস স্টেশনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।
 
সমাবেশে বক্তারা বলেন, ১৯৫৪ সালে এ দেশে গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং জ্বালানি হিসেবে এর ব্যবহার শুরু হলেও খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়নি। কয়েক বছর আগে এ অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতায় তাও বন্ধ হয়ে গেছে। তাছাড়া দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় খুলনা অঞ্চলে উন্নয়নের অগ্রগতি খুবই কম।

অবিলম্বে খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা,  মে ০৭, ২০১৬
এমআরএম/ওএইচ/পিসি

 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-05-07 00:55:32