ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

যমুনা ছাড়া সব সার কারখানা আগামী মাস থে‌কে সাময়িক বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
যমুনা ছাড়া সব সার কারখানা আগামী মাস থে‌কে সাময়িক বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যমুনা ছাড়া সব সার কারখানা আগামী মাস থে‌কে পর্যায়ক্র‌মে সাময়িকভাবে বন্ধ ক‌রে দেওয়া হ‌বে। বিদ্যুৎ উৎপাদন স্বাভা‌বিক রাখ‌তে এবং সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রীর জ্বালা‌নি বিষয়ক উপ‌দেষ্টা তৌ‌ফিক ই ইলাহী চৌধুরৗ।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভব‌নে সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

জ্বালা‌নি উপ‌দেষ্টা জানান, সার কারখানাগুলোতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে সেগুলোর উৎপাদন বন্ধ থাকবে। এ গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে, যেন বিদ্যুৎ উৎপাদন স্বাভা‌বিক রাখা এবং সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসই/এএসআর

** ৪ নতুন বিদ্যুৎকেন্দ্র চালু বৃহস্প‌তিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।