ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ-জ্বালানি স্থাপনায় নজরদারির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
বিদ্যুৎ-জ্বালানি স্থাপনায় নজরদারির নির্দেশ

ঢাকা: চলমান সহিংসতা রোধে দেশের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে বিশেষ নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয়।



মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-সচিব হাবিবুর রহমান সাংবাদিকদের এ এ বিষয়টি জানান। তিনি বলেন, একদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। ‍

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের সরকারি সকল স্থাপনাতে বিশেষ নজরদারি বাড়াতেও বলা হয়।

চলমান সহিংসতায় বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা যায়। সে কারণেই সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের একটি জ্বালানি স্থাপনায় হামলা করার পরিকল্পনা নিয়েছিলো দুর্বৃত্তরা। এ ঘটনার বেশ কয়েকদিন পর সরকার ব্যবস্থা নিল।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ