ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মার্চ ৯, ২০১৫
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।



আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেবি’র একটি সাবস্টেশনে ত্রুটি দেখা দিলে চালুকৃত ১০টি ইউনিটের মধ্যে ৯টি ইউনিটেরই উৎপাদন বন্ধ রয়েছে।

বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো চালু করার জন্য চেষ্টা চলছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোর উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।