ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

সোনাগাজীর বিদ্যুৎ অফিসে গ্রাহকদের ভাঙচুর ও অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মে ১২, ২০১২

ফেনী: ফেনীর সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।



অব্যাহত লোডশেডিঙের প্রতিবাদে বিক্ষুব্ধ ৩ শতাধিক বিদ্যুৎ গ্রাহক বাজারের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে সোনাগাজী-ফেনী সড়কে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে ও একপর্যায়ে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিছিলে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যুৎ গ্রাহক জানান, বিদ্যুৎ গেলে আসার কোনো খবর থাকে না। ২৪ ঘণ্টার মধ্যে ঠিকভাবে ৪ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না।

সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিসের চলতি দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগে অফিসের মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মূল্য প্রায় সাত লাখ টাকা হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত পুলিশ ও স্থানীয় দমকলবাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেরি হলে ক্ষয় ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতো।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ১২, ২০১২
শেখ ফরিদ উদ্দিন আত্তার
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।