ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপগঞ্জে আবাসিক গ্যাসের ৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, ডিসেম্বর ১৩, ২০২২
রূপগঞ্জে আবাসিক গ্যাসের ৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলার তারাবো পৌরসভার বেড়িবাঁধ, মোগরাকুল ও বরাবো এলাকার প্রায় ৩০০ বাড়ির আবাসিক গ্যাসের অবৈধ সংযোগ ও ২০০ ফিট বিতরণ লাইন উচ্ছেদ করে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।

অভিযানে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা বকেয়া আদায় ও বকেয়া থাকার কারণে পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিচ্ছিন্ন অভিযানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক শাহিনুজ্জামান, সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী কাজী সাইফুর রহমান ও সুপারভাইজার ফায়জুল ইসলাম।  

এ সময় প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় চোরচক্র। অবৈধ সংযোগের ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস কোম্পানি।

তিনি আরও বলেন, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত রয়েছে। এখনও সময় আছে, যারা গ্যাসের অবৈধ সংযোগ নিয়েছেন তারা গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২ 
এমআরপি/এসআরএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।