ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা টাউন হল-ঈদগাহে বিএনপি নেতাকর্মীদের জুমা আদায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, নভেম্বর ২৫, ২০২২
কুমিল্লা টাউন হল-ঈদগাহে বিএনপি নেতাকর্মীদের জুমা আদায় 

কুমিল্লা: কুমিল্লার টাউন হল মাঠ ও ঈদগাহে জুমার দুইটি জামাত হয়েছে।

টাউন হল মাঠের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন,  মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এদিকে মাঠের একপাশে জুমার নামাজ আদায় করেন সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, সমাবেশ সমাবেশের জায়গায়, নামাজ নামাজের জায়গায়। নেতাকর্মীরা যেন নামাজ পড়তে পারেন তাই টাউন হল ও ঈদগাহ মাঠে একাধিক জামাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।