ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হবিগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আ. লীগ নেতাসহ আহত ২০, গ্রেপ্তার ৪

মোঃ জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জ উপজেলায় রোববার দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরীসহ (৬৫) অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এ ঘটনায় পুলিশ আব্দুল গফুর (৩৫), ময়নুল হক (৫৫), ফটিক মিয়া (৩৫) এবং ছালেহ আহমেদ (৩৫) নামে চার জনকে গ্রেপ্তার করেছে।

সূত্র জানায়, পুরানগাঁও গ্রামে এক সপ্তাহ আগে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী ও একই গ্রামের আরজু মিয়ার ঝগড়া হয়। এরই জের ধরে রোববার দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইমদাদুল হক চৌধুরীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। খবর পেয়ে ইমদাদুল হক চৌধুরীর লোকজন এগিয়ে এলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চার জনকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।