ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জে একই স্থানে বিএনপি-আওয়ামী লীগের সভা: ১৪৪ ধারা জারি

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় রোববার একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



সদর উপজেলা ইউএনও মোহাম্মদ হোসেন রোববার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  দুপুর ২টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এ ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সদর থানা ছাত্রদলের যগ্ন-আহবায়ক তৌহিদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি উক্ত স্থানে রোববার দুপুর ৩টায় প্রতিবাদ সমাবেশ আহ্বান করে শনিবার মাইকিং করে।

অপরদিকে, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ উক্ত স্থানে একই সময়ে সাধারণ সভা আহ্বান করে তারাও শনিবার মাইকিং করে।

আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন থেকে মিটিং-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। ১৪৪ ধারা জারির বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন স্বীকার করেছেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সকাল থেকেই কড্ডার মোড় ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের আশঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।