ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল, সেক্রেটারি রায়হান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল, সেক্রেটারি রায়হান

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রায়হান আলীর নাম ঘোষণা করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কে এম ইমরান হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে ২০২২-২০২৩ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গত ২০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ১০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায়  কেন্দ্রীয় সভাপতি নির্বাচন- ২০২২ এর ফলাফল সব সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলীল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সংগঠনের সাবেক সভাপতি মুফতি মুহাম্মদ হুজায়ফা, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।