ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নেত্রকোনায় বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
নেত্রকোনায় বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহ: নেত্রকানা জেলার বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, বারহাট্টার সম্মেলন বাধাগ্রস্ত করার জন্য নেত্রকোনা পৌরসভার মেয়র ও উপজলা চেয়ারম্যানের নেতৃত্বে সড়ক সভা করা হয়েছে। সেই সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা পুলিশের ছত্রছায়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করে। তাদের সঙ্গে পুলিশও ছিল।  এ সময় বিএনপির পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকট ওয়ারেস আলী মামুন বলেন, পুলিশ সরকার দলীয় কর্মীর ভূমিকা পালন করছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।