ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নারায়ণগঞ্জে হত্যার প্রতিবাদে বরিশালে সমাবেশ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
নারায়ণগঞ্জে হত্যার প্রতিবাদে বরিশালে  সমাবেশ বিএনপির

বরিশাল: নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধান নিহত হওয়ার ঘটনায় বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের অশ্বীনি কুমার হলের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ,সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

সামাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এতে যুবদল কর্মী শাওন প্রধান নিহত হয়েছেন। এর আগে ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যু হয়েছে।

এ সময় বক্তারা দোষী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়া দেশের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।