ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

ঢাকা: ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।   অপরদিকে গোয়েন লুইসের সঙ্গে ছিলেন জাতি সংঘের প্রতিনিধি রেবেকা ভিকে।

দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে, ধারণা করা হচ্ছে দেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, বৈঠকে হয়েছে। তবে কী কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানি না।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।