ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শিনজো আবের মৃত্যুতে বিএনপির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
শিনজো আবের মৃত্যুতে বিএনপির শোক

ঢাকা: দুর্বৃত্তদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৮ জুলাই) এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর নিহত হওয়ার ঘটনা ঘৃণ্য ও কাপুরুষোচিত।

এই মর্মান্তিক ঘটনায় বিশ্ব সম্প্রদায় আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়েছে।

তারা বলেন, বাংলাদেশের জনগণ ও বিএনপি এ হৃদয়বিদারক ঘটনায় হতবাক ও মর্মাহত। আন্তর্জাতিক সম্প্রদায় একজন বিশ্বমানের নেতাকে হারালো। তিনি ছিলেন একজন বর্ষীয়ান, অভিজ্ঞ,  প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সুশাসক।

তারা আরও বলেন, মনুষ্যত্বহীন এ রক্তক্ষয়ী ঘটনার হোতারা কখনোই মানবতার মিত্র হতে পারে না। শিনজো আবেকে হত্যাকারীরা কাপুরুষ, এ ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাই। আমরা জাপানের শোকাহত জনগণ, নিহতের পরিবার ও নিকটজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার আত্মার শান্তি কামনা করছি।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।