ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ত্রাণ নিয়ে কোনো রাজনীতি নয়: জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ২২, ২০২২
ত্রাণ নিয়ে কোনো রাজনীতি নয়: জাপা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ত্রাণ কমিটির আহ্বায়ক এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ত্রাণ নিয়ে কোনো রাজনীতি হয় না। বন্যার্তদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না।

তিনি বলেন, বন্যাদুর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা।

বুধবার (২২ জুন) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে দুর্গতদের পাশে থেকেছেন। ১৯৮৮ সালের প্রলয়ংকারী বন্যায় পল্লীবন্ধু এক বুক পানির মধ্যেও নিজ হাতে ত্রাণ বিতরণ করে গণমানুষের জন্য তাঁর অনুরাগের প্রমাণ দিয়েছেন। দেশের মানুষ এখনও প্রতিটি দুর্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর আদর্শে অনুসারী হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা বন্যার শুরু থেকেই স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। আমরা আরও ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করছি। জাতীয় পার্টি গণমানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম। জাতীয় পার্টি আজীবন গণমানুষের পাশে থাকবে। গণমানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি।

সভায় আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ ইফতেকার আহসান হাসান, সুমন আশরাফ, সম্পাদকমণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী গোলাম মোস্তফা, শামীম আহমেদ রিজভী, যুগ্ম সম্পাদকমণ্ডলী নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা ফজলে এলাহী সোহাগ, আলমগীর হোসেন, আলাউদ্দিন আহমেদ, আহমেদ রিয়াজ, কাজী মামুন, জহিরুল ইসলাম মিন্টু, জিয়াউর রহমান বিপুল, লেফটেন্যান্ট কর্নেল (অব.) তসলিম উদ্দিন, ছাত্র সমাজ-এর সাধারণ সম্পাদক আল মামুন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।