ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকারকে সরাতে না পারলে অর্থনীতি ধ্বংস হবে: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
সরকারকে সরাতে না পারলে অর্থনীতি ধ্বংস হবে: দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের অর্থনীতি ধ্বংস হবে। ’
 
চেয়ারপারসন খালেদা জিয়ার জেল মুক্তি দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



মহাসচিব বলেন, ‘সরকার ইতিমধ্যে গণতন্ত্র বিপন্ন করে তুলেছে। একইভাবে তারা অর্থনীতিও ধ্বংস করবে। তাই জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। ’

তিনি বলেন, ‘সরকারের হস্তক্ষেপে প্রশাসনিক কাঠামো ভেঙ্গে পড়েছে। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা নিজেদের নেতাকর্মীদের নামে থাকা মামলা তুলে নিলেও গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে হওয়া কোনো মামলা প্রত্যাহার করেনি। ’

সরকার উৎখাতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহবান জানান বিএনপি মহাসচিব।

ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।