ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ফখরুলকে পাগল আর শিশু খুঁজে আনতে বললেন কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
ফখরুলকে পাগল আর শিশু খুঁজে আনতে বললেন কাদের ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নয়। কাজেই ফখরুল সাহেব আপনি পাগল আর শিশু খুঁজে আনেন।

শুক্রবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দারুস সালাম থানা ৯ ও ১০ নম্বর ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে নিরপেক্ষ সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ক্ষমতা থেকে চলে যাবেন। তাহলে নিরপেক্ষ কে? আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন- নিরপেক্ষ শুধু পাগল আর শিশু।

মির্জা ফখরুল শেখ হাসিনার পদত্যাগ দাবি করার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু তৈরি করা, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল তৈরি করেছেন শেখ হাসিনা।  শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছেন তিনি। এটা কি তার (শেখ হাসিনার) অপরাধ? প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে স্বল্প উন্নয়নের দেশে রূপান্তরিত করেছেন। প্রবৃদ্ধিতে এশিয়ার প্রথম সারির দেশ হয়েছে বাংলাদেশ, এটা কি তার অপরাধ? কি অপরাধে তিনি পদত্যাগ করবেন? শেখ হাসিনা পদত্যাগ করলে কার হাতে ক্ষমতা দেবেন?

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এ বি এম মাজহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও শাহ আলী থানা আওয়ামী লীগ সভাপতি আগা খাঁন মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।