ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুন ৭, ২০২২
খাগড়াছড়িতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি: জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাসায় হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে।

অবরোধের কারণে জেলা শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় শহরে প্রবেশ করেছে। তবে সাজেকগামী পর্যটকরা এসে বিপাকে পড়েছেন।

তারা বলছেন, খাগড়াছড়িতে বিএনপির অবরোধ চলছে তারা জানেন না। জানলে তারা তাদের ট্যুর বাতিল করতেন।  

এদিকে ভোরে শহরের মহাজনপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন বিএনপির নেতাকর্মীরা।  

জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আবছার জানান, তাদের অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্র, বিদ্যুৎ, জরুরি পরিবহন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।  

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবরোধে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।