ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

অগ্নিদগ্ধদের বিনামূল্যে ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম সরবরাহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ৫, ২০২২
অগ্নিদগ্ধদের বিনামূল্যে ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম সরবরাহ

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহতদের বিনামূল্যে ওষুধ ও খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নির্দেশে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকদের হাতে ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম তুলে দেওয়া হয়।

এছাড়াও হাসপাতালে উপস্থিত আহত-নিহতদের স্বজনদের কাছে দলের কর্মীরা শুকনা খাবার ও পানি সরবরাহ করেন। মইনিয়া সাইপিয়া ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করে আহতদের রক্ত দান করেন।  

বাংলাদেশ সূপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা কাজী শহিদুল্লাহর নেতৃত্বে নোমান উদ্দিন রাজিব, গিয়াস উদ্দিন রাজিব, মাহবুবুর রহমান আপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।