ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে: আবুল কালাম আজাদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ৩০, ২০২২
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে: আবুল কালাম আজাদ 

জামালপুর: পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে, তবে বেশি হবে না।

সোমবার(৩০ মে) দুপুরে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাক্ষেত্রে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী আরও বলেন, করোনা মহামারি চলাকালীন সময়ে আমরা সঠিক পথেই ছিলাম। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পুরো বিশ্বের মতো আমাদের দেশেও খাদ্যের সমস্যা হতে পারে সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জমির যথাযথ ব্যবহার করে খাদ্য ঘাটতি রোধ করার ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী ও পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল আজাদ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।