ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

‘চিকিৎসা শেষে শিগগির দেশে ফিরছেন হাজী সেলিম’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ২, ২০২২
‘চিকিৎসা শেষে শিগগির দেশে ফিরছেন হাজী সেলিম’

ঢাকা: চিকিৎসার জন্য ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম থাইল্যান্ড গিয়েছেন। গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান।

জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ৬ মে তিনি দেশে ফিরবেন।

হাজী মোহাম্মদ সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘তিনি চিকিৎসকের পরামর্শেই বিদেশ গেছেন। ৬ মের মধ্যেই তাঁকে দেশে দেখতে পাবেন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি আইনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল। ’

হাজী সেলিমের ছেলে ইফরান সেলিম বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক। বিএনপির আমলে হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়ে একাধিকবার জেলও খেটেছেন। পুরান ঢাকার সেই জনপ্রিয় নেতা দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছেন। দুদিনের মধ্যেই তিনি চলে আসবেন। ’

নাম প্রকাশ না করার শর্তে হাজী সেলিমের পরিবারের একজন সদস্য বলেন, ‘তিনি দেশ ছেড়ে বেশি দিন দূরে থাকার মতো মানুষ নন। তাঁর অনেক ব্যবসা, বাণিজ্যের খোঁজ রাখতে হয়। কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তিনি করেছেন। তিনি দেশে না থাকলে সবার জন্যই সমস্যা। ’

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০২, ২০২২/আপডেট: ২১৪১ ঘণ্টা
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।