ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রমজানে সাড়ে ৪ লাখ মানুষকে ইফতার-ঈদ উপহার দিয়েছে যুবলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
রমজানে সাড়ে ৪ লাখ মানুষকে ইফতার-ঈদ উপহার দিয়েছে যুবলীগ

ঢাকা: ২০ রমজান পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৫০০ মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। শুক্রবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।

যুবলীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়মী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের আহ্বানে সাড়া দিয়ে যুবলীগে নেতাকর্মীরা প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত দেশব্যাপী প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৫০০ জন সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, লবণ, দুই প্রকারের সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।

ইফতার ও ঈদ সামগ্রী বিতরণে কেন্দ্রীয় যুবলীগসহ সারা দেশের বিভিন্ন ইউনিট অংগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।