ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে আর্থিক বরাদ্দের বিষয় প্রক্রিয়াধীন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে আর্থিক বরাদ্দের বিষয় প্রক্রিয়াধীন’

ঢাকা: আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনী কাঠামো প্রণয়নের বিষয়টিও নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে।



মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

সাংসদ শাম্মী আক্তারের লিখিত প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান আইনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয় নির্বাহে আর্থিক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় নির্বাহের জন্য নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোকে আর্থিক বরাদ্দ দেওয়ার আইনগত কাঠামো প্রণয়নের বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।