ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বিএনপির প্রতীকী অনশনে জামায়াত নেতাকে মারধর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
বিএনপির প্রতীকী অনশনে জামায়াত নেতাকে মারধর

ঢাকা: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশনে বসছে বিএনপি। এতে ২০ দলীয় জোটের শরিক জামায়াতের নেতাকর্মীরাও সংহতি জানাতে এসেছেন।

কিন্তু দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে এসে মারধরের শিকার হয়ে আহত হয়েছেন তিনজন জামায়াত নেতা। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

শনিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, বিএনপির অনশনে যোগ দিতে নূরুল ইসলাম বুলবুল অনশন মঞ্চের দিকে গেলে বুলবুলকে ফুটপাতে চেয়ারে বসতে বলা হয়। এ সময় যুবদলের কয়েকজন নেতা বুলবুলের ওপর চড়াও হন এতে অন্য জামায়াত নেতারা আহত হন।

তবে হামলার পর বিএনপির নেতাদের সঙ্গে অনশনে রয়েছেন নূরুল ইসলাম বুলবুল।

এদিকে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে। অনশনে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা, পেশাজীবী সংগঠনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

বিএনপির শরিকদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এমপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ উপস্থিত রয়েছেন।

প্রতীকী এই অনশনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এদিকে অনশনের কারণে পল্টন থেকে প্রেসক্লাবের দিকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা মূল সড়কে অবস্থান নিয়ে তারা সরকারের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।