ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আ. লীগের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
আ. লীগের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা

ঢাকা: দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।

মঙ্গলবার দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ইসির যুগ্ম সচিব নুরুল ইসলাম খানের কাছে এ হিসাব দাখিল করেন।



মৃণাল কান্তি দাস এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সংশোধিত গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) শর্ত অনুযায়ী আমরা আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছি। ’

তবে তিনি টাকার পরিমাণ জানাতে চাননি।

এ ব্যাপারে মৃণাল কান্তি বলেন, ‘ইসির পরীক্ষা-নিরীক্ষার পর চাইলে দলের সাধারণ সম্পাদক বিষয়টি সবাইকে জানাতে পারেন। ’
 
আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘এটি ভালো চর্চা। এর মাধ্যমে ভবিষ্যতে দলগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। ’

বাংলাদেশ সময় ১৬১৯, ২১ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।