bangla news

আ. লীগের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৯-২১ ৬:৩০:৩৬ এএম

দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।

ঢাকা: দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।

মঙ্গলবার দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ইসির যুগ্ম সচিব নুরুল ইসলাম খানের কাছে এ হিসাব দাখিল করেন।

মৃণাল কান্তি দাস এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সংশোধিত গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) শর্ত অনুযায়ী আমরা আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছি।’

তবে তিনি টাকার পরিমাণ জানাতে চাননি।

এ ব্যাপারে মৃণাল কান্তি বলেন, ‘ইসির পরীক্ষা-নিরীক্ষার পর চাইলে দলের সাধারণ সম্পাদক বিষয়টি সবাইকে জানাতে পারেন।’
 
আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘এটি ভালো চর্চা। এর মাধ্যমে ভবিষ্যতে দলগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।’

বাংলাদেশ সময় ১৬১৯, ২১ সেপ্টেম্বর ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-09-21 06:30:36