ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস: ড. মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস: ড. মোশাররফ

সিলেট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠছে। সবকিছুর দাম এত বেশি, বলা যায় আকাশছোঁয়া দাম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার জনবান্ধব নয়, এ সরকার জনগণের নয়। তাই নিত্যপণ্যের এভাবে একের এক দাম বাড়াচ্ছে।

এর আগে সমাবেশস্থলে এসে পৌঁছেন সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।

যোহরের পর থেকেই মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবশেস্থলে উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।