ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আমি বুঝলাম না উনি কিসের প্রমাণ পেয়েছেন: সাকা

মান্নান মারুফ, সিনিয়র কসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
আমি বুঝলাম না উনি কিসের প্রমাণ পেয়েছেন: সাকা

ঢাকা: ‘আমি বুঝলাম না উনি কিসের প্রমাণ পেয়েছেন? উপন্যাসের ভিত্তিতে অভিযোগ দাঁড় করিয়ে কিসের বিচার করবে? এই বিচার তো উপন্যাসের মত। উনি এত সাক্ষ্য প্রমাণ কোথায় পেলেন?’

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সোমবার রাতে বাংলানিউজকে এসব কথা বলেন।



এর আগে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রেসব্রিফিংয়ে জানানো হয় গোলাম আযম, নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতার বিরোধী অপরাধের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।    

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সালাহউদ্দিন কাদের চৌধুরী আরও বলেন,  সাক্ষ্য প্রমাণের দরকারই বা কি ? হুমায়ূন আহমেদ ও নীহাররঞ্জন  গুপ্ত উপন্যাস লেখেন। তাদের উপন্যাস লিখতে কোনো তথ্য প্রমাণ লাগে না। সাক্ষ্য প্রমাণের দরকার হয় না। এই বিচারেও এসবের  দরকার নেই। উপন্যাসের কায়দায় অভিযোগ তুলে বিচার করবে তার জন্য এত হাঁকডাকের দরকার কী?’

কারাগারে যাওয়ার ভয় করেন না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জেলে নেবে এই তো। এ পর্যন্ত  বিশ বার জেল খেটেছি। আমার চাচাতো বোন (শেখ হাসিনা) না হয় আরও ৪০ বার জেলে আটকে রাখবে। এই তো। জেল তো আমার পুরানা জায়গা। ’

তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাভোগের প্রসঙ্গ তুলে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, মঈন উ (মঈন উ আহমেদ) আমাকে ২০ মাস জেলে রেখেছে না? কি হয়েছে। ভালই ছিলাম। এখন বাইরে আছি। হয়তো আবার জেলে যেতে হবে, এই তো?’

তিনি আরও বলেন, ‘দেখি কি হয়। যদি বেঁচে থাকি তার (শেখ হাসিনা) সঙ্গে দেখা  হবে না? অবশ্যই দেখা হবে। আমরা তো বলতে গেলে একই পরিবারের লোক। দীর্ঘদিনের সর্ম্পক, পারিবারিক সর্ম্পক। ’

তিনি বলেন, ‘এই মামলায় এভিডেন্স অ্যাক্ট নেই, তাই সাক্ষ্যপ্রমাণ লাগে না। যা খুশি তা করতে পারবে। ওরা তো সবই করতে পারে। ক্ষমতা আছে যা খুশি করবে। আবার প্রমাণের দরকার কি। কোন কেতাবে পেয়েছে এই  মামলায় সাক্ষ্যপ্রমাণ লাগে। ওরা যা করতে চায় তা করুক, এতে উদ্বেগ উৎকণ্ঠার কিছুই নেই। ’

বাংলাদেশ সময় ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।