ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ড্যাবের শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
রাজধানীতে ড্যাবের শীতবস্ত্র বিতরণ

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।  

শনিবার (২২ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সহ-সভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ডা. মেহেদি হাসান, ডা. জাফর, ডা. মুরাদসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।