ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

রাজনীতি

এরশাদের বিরুদ্ধে মামলায় ১৫ জুন বিদিশাকে ফের জেরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, জুন ৬, ২০১০

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের বিরুদ্ধে দায়ের করা পারিবারিক মামলায় বিদিশাকে ২য় দিনের জেরা আজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ১৫ জুন তাকে ফের জেরার দিন ধার্য করা হয়েছে।



ঢাকার পঞ্চদশ সহকারি জজ ও পারিবারিক আদালতের বিচারক শাম্মী আখতারের আদালতে বিদিশার ২য় দিনের জেরা সম্পন্ন হয়। এ সময় বিদিশার আইনজীবী আব্দুল মান্নান খান তাকে সহায়তা করেন।

এরশাদের প্রধান আইনজীবী শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিদিশাকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেরা করা বাকী আছে। সময়ের অভাবে জেরা পুরোপুরি শেষ করা যায়নি।

ছেলে এরিককে ফিরে পাওয়ার দাবিতে বিদিশা ২০০৯ সালের ২৭ মে পারিবারিক আদালতে এরশাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০৮ ঘন্টা, ৩ জুন ২০১০
এমআই/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।