ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সমমনা দলের সঙ্গে বসে শিগগিরই নতুন কর্মসূচি: দেলোয়ার

সিনিয়ার করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
সমমনা দলের সঙ্গে বসে শিগগিরই নতুন কর্মসূচি: দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন দেশের জনগণকে রক্ষা করতে বিরোধী দল গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে।

সমমনা দলগুলোর সঙ্গে বসে আন্দোলনের পথ কী হতে পারে তা নির্ধারন করা হবে বলেও জানিয়েছেন তিনি।



আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত সিরাজগঞ্জের কাজীপুর থানা বিএনপি সেক্রেটারি রবিউল হাসান, যুবদল নেতা বাবুল ও খোকনকে দেখতে রোববার সন্ধ্যায় শমরিতা হাসপাতালে গিয়ে এ কথা বলেন খোন্দকার দেলোয়ার।

তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতেই সরকারি দলের নেতা-কর্মীরা হত্যা নির্যাতন ও কথায় কথায় হামলা, মামলা চালিয়ে যাচ্ছে।

এ অবস্থা থেকে রক্ষা পেতে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার থানা শ্রমিক দলের ওই নেতা-কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। এতে আহত হন ১২ জন। তাদের মধ্যে তিন জনকে ঢাকায় ও নয় জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিকদলের একটি পরিচিতি সভা অনুষ্ঠানের কথা থাকলেও তা হামলার আশঙ্কায় তা বাতিল করা হয়।  

আজ সকালে রবিউল, বাবুল ও খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর নেতাদের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।

যুবদল নেতা রবিউলের অবস্থা সবচে গুরুতর। মাথা ও শরিরে একাধিক কোপ লাগায় ডাক্তারদের নীবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

কাজীপুর থানার বিএনপি কর্মী বাবু দাবি করেন, ‘গতকাল সকালে ১১টার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িতে করে যুবলীগ ও ছাত্র লীগকর্মীরা বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। এত ঘটনাস্থলে ১২জন আহত হয়।

শমরিতা হাসপাতালে ৭টা ২০ মিনিটি আহতদের দেখতে যান সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান টুকু। মহাসচিব খন্দকার দেলোয়ার হোসোন তাদের দেখতে যান ৭টা ৩০ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।