ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোনো বিদেশি প্রভু সরকারকে রক্ষা করতে পারবে না: দেলোয়ার

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
কোনো বিদেশি প্রভু সরকারকে রক্ষা করতে পারবে না: দেলোয়ার

ঢাকা: বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। এ কারণে জনগণ তাদের পাশে নেই।

এমন চলতে থাকলে কোনো ‘বিদেশি প্রভূই’ সরকারকে রক্ষা করতে পারবে না।  

শনিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিমান বন্দরে বিএনপির ৭০ জন নেতার তালিকা দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘এটি জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার পরিপন্থী। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগে কোনো দিন গণতন্ত্র ছিল না। ’

বর্তমান সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের নীতিতেই দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের এ  সকল কর্মকাণ্ডের জবাব দিতে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁসিয়ার করে দেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।