ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলকে সংসদে এসে সরকারের ব্যর্থতার কথা বলতে হবে: সৈয়দ আশরাফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
বিরোধী দলকে সংসদে এসে সরকারের ব্যর্থতার কথা বলতে হবে: সৈয়দ আশরাফ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে সংসদে এসে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।  

সরকার সবক্ষেত্রে ব্যর্থ- বিরোধীদলীয় নেত্রীর এমন অভিযোগের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ তা তাকে বলতে হবে।

সংসদে এসে সরকারের ব্যর্থতার কথা বলতে হবে। ’

শুক্রবার রাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপিকে অপেক্ষা করতে হবে। জনগণ আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। এখনই যদি কেউ সরকারকে উৎখাত করতে চায় তাহলে সেটা হবে অসাংবিধানিক। ’

আওয়ামী সাধারণ সম্পাদক সংবিধান সংশোধনে গঠিত কমিটিতে এসে বিএনপিকে মতামত দেওয়ারও আহ্বান জানান।  

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর সৈয়দা সাজেদা চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, অ্যাডভোকেট সাহারা খাতুন, মহিউদ্দিন খান আলমগীর, সতীশ চন্দ্র রায় ও সৈয়দ আশরাফুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

সভায় সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।