ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ছাত্র ইউনিয়ন কর্মী হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, ফেব্রুয়ারি ৭, ২০১২

রাবি: ছাত্র শিবিরের হামলায় ১৯৯৩ সালে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়নের কর্মী তপন সরকার হত্যার বিচার দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বরাবর স্মারকলিপিও পেশ করেন।

 

১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়ন কর্মী ও রসায়ন বিভাগের ছাত্র তপন সরকার শিবিরের হাতে নির্মমভাবে খুন। তার হত্যার বিচার দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, তপন সরকার হত্যার বিচার দাবিতে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ‘শহীদ তপন চত্বর’ থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে তপন চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন- ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিপন আহমেদ, সাধারণ সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, ছাত্র ইউনয়নের কেন্দ্রীয় সদস্য রফি আহম্মেদ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে সর্বদা শক্ত অবস্থান নেওয়ায় ছাত্র শিবিরের ক্যাডারেরা তপনকে নির্মমভাবে খুন করে। তারা অবিলম্বে তপন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৪ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত রাস্তাটিকে ‘তপন সরণী’ হিসেবে ঘোষণা করা, তপনের শহীদ হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ৭ ফেব্রুয়ারিকে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িতকা বিরোধী শহীদ তপন দিবস ঘোষণা করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনে ছাত্র শিবিরের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন ছাত্র ইউনিয়নের কর্মী ও রসায়ন বিভাগের শিক্ষার্থী তপন সরকার।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।