ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুন ১৭, ২০২১
নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তানজিল হাসান বাংলানিউজকে বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগ ছাত্রদলের আলোচনা সভায় পুলিশ হামলা চালিয়েছে। সেখানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবীব ও বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতৃবৃন্দ আহত হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এ সময় পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়।

তিনি বলেন, মিছিল থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া আহত হয়েছেন অনেক নেতাকর্মী।

মিছিলে উপস্থিত ছিলেন—ছাত্রদল নেতা হাফিজুর রহমান হাফিজ, মামুন হাসান, খন্দকার এনামুল হক এনাম, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েলসহ দুই শতাধিক নেতাকর্মী।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্রদলের মিছিলে পুলিশ ধাওয়া করার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। যে কেউ বের হলেই তাকে গ্রেফতার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।