ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সংসদীয় উপ-নির্বাচনে অংশ নেবে না সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ১৩, ২০২১
সংসদীয় উপ-নির্বাচনে অংশ নেবে না সিপিবি

ঢাকা: আসন্ন সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (১৩ জুন) দুপুরে রাজধানীর পল্টনের মুক্তিভবনে মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিপিবি নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম।

বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, কাজী রুহুল আমিন ও কেন্দ্রীয় কমিটির সংগঠক আবিদ হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমরেড শাহ আলম বলেন, বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই উপ-নির্বাচনেও মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না এবং আগের নির্বাচনের মতোই এই নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না। তাই এসব আসনে সিপিবির যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সিপিবি এসব উপ-নির্বাচনে অংশ নেবে না।
তিনি আরও বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেজন্য সিপিবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সিপিবি তীব্র গণসংগ্রাম গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।