ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ১৬, ২০২১
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি কারাগারে মির্জা আব্দুল জব্বার বাবু

সিরাজগঞ্জ: চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া নাশকতার অভিযোগে করা দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

 

শনিবার (১৫ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (১৪ মে) দিনগত রাতে জেলা শহরের এসএস রোডের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, একটি চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা মির্জা বাবু। এছাড়া দু’টি নাশকতার মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এ কারণে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে মির্জা বাবুকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।