ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ধর্মের নামে মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে হবে: লতিফ সিদ্দিকী

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

পাবনা: বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ধর্মের নামে দেশে যে লুণ্ঠন, খুনোখুনি আর মিথ্যাচার চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। ’

বৃহস্পতিবার বিকেলে পাবনা স্টেডিয়ামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৩তম জন্মজয়ন্তী উপলে আয়োজিত ধর্মালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



কুঞ্জু বিহারী আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

প্রমোদ মানকিন বলেন, ‘মানুষে মানুষে শান্তি থাকলে দেশের উন্নয়ন হয়। ডিজিটাল পদ্ধতিতে ২০২১ সালের মধ্যে দারিদ্র মুক্ত দেশ গঠনে ধর্মীয় চেতনায় সবাইকে কাজ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।