ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

‘টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, এপ্রিল ২৫, ২০২১
‘টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে’ জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার।

সারাদেশের টিকা পাওয়ার যোগ্য সব জনগোষ্ঠীকে টিকা দেওয়া সরকারের দায়িত্ব।  

রোববার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মধ্যে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে? 

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি উল্লেখ করেন, গেলো বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি।

জি এম কাদের আশা প্রকাশ করেন, সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।